
শুভম কর্মকার, ওঙ্কার বাংলা: বছরের প্রথম দিনে মা সারদার জন্মভূমি জয়রামবাটিতে উপচে পড়ল পুণ্যার্থীদের ভিড়। এদিন সকাল থেকেই ‘মাতৃমন্দিরে’ আসতে শুরু করেন মানুষজন। সবার মঙ্গল কামনায় এদিন প্রার্থনায় সামিল হন পুণ্যার্থীরা।
১৮৫৩ সালের ২২ ডিসেম্বর বাঁকুড়ার প্রত্যন্ত গ্রাম জয়রামবাটীর এক ব্রাহ্মণ পরিবারে সারদা দেবীর জন্ম। তাঁর বাবা রামচন্দ্র মুখোপাধ্যায় ও মায়ের নাম শ্যামাসুন্দরী দেবী। তাঁদের পরিবার বংশানুক্রমে ভগবান শ্রীরামচন্দ্রের উপাসক ছিলেন। সারদা দেবী ছিলেন তাঁদের প্রথম সন্তান। পরে পার্শবর্তী হুগলির কামারপুকুর গ্রামের গদাধরের সঙ্গে তাঁর বিয়ে হয়।
এদিন মায়ের মন্দিরে পুজো দিয়ে পুণ্যার্থী মৌমিতা সরকার বলেন, মা সারদা ও রামকৃষ্ণদেবের নাম স্মরণ করে নতুন বছরটা শুরু করার ভাবনা থেকে এখানে আসা। মাতৃমন্দিরে এসে খুব ভালো লাগছে। এই ভালো অনুভূতি নিয়ে বছরভর যেন চলতে পারি সেই প্রার্থনাই তিনি করেছেন বলে জানান।
সঞ্চিতা গায়েন নামে এক পূণ্যার্থী বলেন, জন্মের পর থেকে অসংখ্যবার এখানে এসেছি। আমরা রামকৃষ্ণ মিশনে দিক্ষিতা। বছরের প্রথম দিনটা সৌভাগ্যক্রমে এখানে থাকতে পেরে ভালো লাগছে বলে তিনি জানান। আরেক পুন্যার্থী কাবেরী ঘোষ বলেন, ‘এখানে এসে খুব ভালো লাগছে। মায়ের কাছে চাইলাম পশ্চিমবঙ্গ-বাংলাদেশ নিয়ে যে অশান্তি তা বন্ধ হোক। মানুষে মানুষে সাংস্কৃতিক সৌহার্দ্য গড়ে উঠুক’।
ভিডিও দেখুন-