
স্পোর্টস ডেস্ক :বেলঘরিয়া অ্যাথলেটিক ক্লাবের সভাপতি ও প্রাক্তন ক্রীড়ামন্ত্রী মদন মিত্রর ম্যাচ গড়াপেটার অভিযোগ খারিজ করে দিল আইএফএ নিযুক্ত ৫ সদস্য তদন্ত কমিটি। আজ,বৃহস্পতিবার আইএফএ সচিব অনির্বান দত্তর কাছে তদন্ত কমিটি রিপোর্ট জমা করেছে। সেই রিপোর্টে জানিয়ে দেওয়া হয়েছে, বেলঘরিয়া অ্যাথলেটিক ক্লাবের অভিযোগ তদন্ত করে ম্যাচ গড়াপেটার প্রমাণ কিছুই পাওয়া যায়নি। বেলঘরিয়া অ্যাথলেটিক ক্লাবের সভাপতি মদন মিত্র ফেসবুকে লাইভ করে ম্যাচ গড়াপেটার নিয়ে আইএফএকে এক হাত নিয়েছিলেন। কিন্তু পরে লিখিতভাবে আইএফএ-এর কাছে অভিযোগ করেছিলেন ওই ক্লাবের সচিব প্রদীপ রায় চৌধুরী। তারপরেই আইএফএ সচিব অনির্বান দত্ত পাঁচ সদস্যর তদন্ত কমিটি গঠন করে। এই কমিটিতে ছিলেন, প্রাক্তন অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ অলোক ঘোষ, আইনজীবী অপূর্ব কুমার ঘোষ, প্রাক্তন ফিফা রেফারি প্রদীপ নাগ, কলকাতা ফুটবল লিগের শৃঙ্খলারক্ষা কমিটির চেয়ারম্যান চিত্তরঞ্জন দাস এবং মহম্মদ জামাল।তদন্ত শুরু হওয়ার পর অভিযুক্ত ক্লাবের কর্তা থেকে ফুটবলারদের এবং রেফারিদেরও ডেকে জিজ্ঞাসাবাদ করেছেন তদন্ত কমিটির সদস্যরা। কিন্তু যিনি অভিযোগ করলেন সেই বেলঘরিয়া অ্যাথলেটিক ক্লাবের সচিব প্রদীপ রায় চৌধুরী, ফুটবল সচিব বাবলু চন্দ্র সরকারকে তদন্ত কমিটি ডাকলেও আসেননি। বৃহস্পতিবার তদন্ত কমিটির সদস্য অপূর্ব কুমার ঘোষ সাংবাদিকদের বলেন,”ওঁরা না আসার পরেও আমরা ভার্চুয়ালি প্রদীপবাবুকে জিজ্ঞাসা করেছিলাম। যে ম্যাচ গড়াপেটা হয়েছে বলে অভিযোগ করেছেন,সেই ম্যাচের দিন মাঠে তিনি উপস্থিত ছিলেন কিনা জানতে চায়লে তিনি বলেন, মাঠে ছিলেন না। ফুটবল সচিব বাবলু তাঁদের বলেন। তখন আমরা বাবলু সরকারের সঙ্গে ফোনে জিজ্ঞাসা করি। তখন বাবলুবাবুও বলেন,তিনি মাঠে ছিলেন না। তাঁকে কোনও কর্তা বলেছেন। তবে কোন কর্তা গড়াপেটার কথা বলেছেন তার নাম বাবলুবাবু আমাদের বলতে পারেননি। পাশাপাশি এই তদন্তে অভিযোগকারীরা কোনও তথ্য প্রমাণ দেখাতে বা জমা করতে পারেননি।