
প্রতীতি ঘোষঃ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন শনিবার সকালে ভাটপাড়া পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের সুন্দিয়াপাড়া এলাকায় পাঁচটি তাজা বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য। এদিন সকালে ভাটপাড়া পৌরসভা পৌর কর্মীরা একটি চারচাকা গাড়ির চাকার নিচে একটি ব্যাগ দেখতে পায় সন্দেহজনক হওয়ায় সঙ্গে সঙ্গে ভাটপাড়া থানার পুলিশকে খবর দিলে ভাটপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্যাগটি থেকে পাঁচটি তাজা বোমা উদ্ধার করে। কে বা কারা এই বোমা এখানে রেখেছিল বা কি উদ্দেশ্যে এই বোমা গুলি সেখানে রেখেছিল তা জানা যায়নি। তবে কোন দুর্ঘটনা ঘটে নি। স্বাভাবিকভাবেই যে কোন মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটে যেতে পারতো এই আশঙ্কায় আতঙ্কিত এলাকার মানুষ। এ বিষয়ে এলাকার সিসি টিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে ভাটপাড়া থানার পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে বাপ্পা বড়াল নামে একজনকে আটক করেছে ভাটপাড়া থানার পুলিশ বোলে জানা যাচ্ছে।