
শান্তনু পান,পশ্চিম মেদিনীপুর:মহাকুম্ভে যাওয়ার পথে মর্মান্তিক পথ দূর্ঘটনায় মৃত্যু হল পশ্চিম মেদিনীপুর জেলার ৪ জনের, গুরুতর আহত আরও পাঁচ জন। জানা গেছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতার নলপা গ্রামের বাসিন্দা প্রণব সাহা ও তার স্ত্রী শ্যামলী সাহা তাদের দুই সন্তান কে সঙ্গে নিয়ে শনিবার সকালে গড়বেতা থেকে রওনা দিয়েছিল প্রয়াগ রাজের উদ্দেশ্যে। তাদের সঙ্গে ছিলেন হুগলি জেলার কামারপুকুর এলাকার চারজন। মোট ৯ জন মিলে একটি গাড়িতে করে যাচ্ছিলেন তারা । ঝাড়খণ্ডের ধানবাদ এলাকায় একটি লরির সাথে মুখোমুখি সংঘর্ষ হয় গাড়িটির । ঘটনাস্থলেই মৃত্যু হয় গাড়ির চালকসহ চারজনের, বাকি ৫ জন গুরুতর আহত। তাদেরকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে ঝাড়খন্ড রাজ্যের ধানবাদ এর জেপি হাসপাতালে। গোঘাটের দম্পতি সহ ২ জন শিশু আশঙ্কাজক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। গড়বেতা থেকে ইতিমধ্যেই ধানবাদ এর উদ্দেশ্যে রওনা দিয়েছেন এলাকার মানুষজন। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তবে কিভাবে ঘটলো এই ধরনের মর্মান্তিক দুর্ঘটনা সে বিষয়ে এখনও কোন তথ্য জানা যায়নি।