
উজ্জ্বল হোড়,জলপাইগুড়ি: বিশ্ব বাণিজ্য নয়,ওটা খাওয়া দাওয়া করার সম্মেলন।রাজ্য সরকারের বিশ্ব বাণিজ্য সম্মেলনকে এই ভাবেই কটাক্ষ করলেন বর্ষীয়ান বাম নেতা মহম্মদ সেলিম।সোমবার দলীয় কর্মসূচিতে অংশ নিতে জলপাইগুড়িতে এসেছেন সিপিআইএম দলের রাজ্য সম্পাদক মোঃ সেলিম। এরই মাঝে সাংবাদিক বৈঠক করে
তৃনমূল সরকারের ডাকা আসন্ন বিশ্ব বাণিজ্য সম্মেলনকে কটাক্ষ করে সেলিম বলেন প্রতিবছর এই ভাবে অনুষ্ঠান করে কোটি কোটি টাকা রাজ কোষ থেকে খরচ করা হচ্ছে।কিন্তু কটি সংস্থা রাজ্যে ব্যবসা করতে এলো।কজন বেকার চাকরি পেলো এবং কত কোটি টাকা বিনিয়োগ হলো সেটা জানাক রাজ্য সরকার।
আসলে বিশ্ব বাণিজ্য সম্মেলনের নামে ১২ বছর ধরে এই রাজ্যে যা হচ্ছে সেটি আসলে খাওয়া দাওয়ার সম্মেলন।পাশাপাশি তিনি আরও বলেন যে বিশ্ব বাংলা নাম দিলেই কি বিশ্ব বাংলা হয়ে যায়, বিশ্ব গুরু বললেই কি সে বিশ্ব গুরু হয়ে যায়? তেমনি বিশ্ব বাণিজ্য সম্মেলন বললেই তা হয়না।