
প্রদীপ মাইতি,পূর্ব মেদিনীপুর: বিধায়ক মঞ্চে থাকাকালীন তৃণমূল বিজেপির সংঘর্ষ। ব্যাপক উত্তেজনা মহিষাদলে । স্থানীয় সূত্রে জানা গেছে সোমবার মহিষাদলের কেশবপুর জলপাই রাধাকৃষ্ণ সমবায় সমিতির শতবর্ষ পূর্তি উপলক্ষ্যে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।সেই অনুষ্ঠানে তৃনমূলের বিধায়ক তিলক চক্রবর্তী সহ একাধিক নেতৃত্বকে ডাকা হয়েছিল।কিন্তু ডাকা হয়নি এলাকার বিজেপি প্রধান কে। এরই প্রতিবাদে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি সমর্থকেরা। আর তখন বিধায়কের অনুগামীরা চড়াও হয় বিজেপি কর্মীদের উপর। এরপরেই দু পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়ে যায়।দুপক্ষের মধ্যে চলা অশান্তি সামাল দিতে চেষ্টা করে সমবায় সমিতির কর্মী ও আধিকারিকেরা। এই ঘটনায় দুপক্ষের বেশ কয়েকজন আহত হন।গুরুতর আহত হয়েছেন বিজেপি পঞ্চায়েত প্রধান রামকৃষ্ণ দাস।এই ঘটনা কে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব মেদিনীপুরে।বিশাল পুলিশ বাহিনী পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এলাকায়।