
নিজস্ব প্রতিনিধি: ৩১ অক্টোবর এথিকস কমিটির ডাকে যেতে পারছে না মহুয়া মৈত্রী। কমিটির চেয়ারম্যানকে চিঠি দিয়ে জানালেন সেকথা। তিনি লিখেছেন, ৩০ অক্টোবর থেকে ৪ নভেম্বর অবধি তাঁর লোকসভা এলাকায় একাধিক বিজয়া সম্মিলনে যাবেন। আগে থেকেই তা ঠিক করা আছে। সেইকারনে ৩১ তারিখ দিল্লিতে থাকতে পারবেন না। ৫ নভেম্বরের পর সুবিধা অনুযায়ী যে কোনও দিন, যে কোনও সময় ডাকলে তিনি হাজির হতে পারবেন। কমিটির চেয়ারম্যানের কাছে সময় চেয়ে নেওয়ার চিঠিতে তিনি উল্লেখ করেছেন বিজেপি সাংসদ রমেশ বিধুরির কথা। রমেশ রাজস্থানে তার লোকসভা কেন্দ্রে কিছু কর্মসূচির জন্য সময় চেয়েছিলেন, তা মঞ্জুর হয়েছিল। একইসাথে দুবাইয়ে ব্যবসায়ী দর্শন হীরানন্দনিকেও যেন কমিটি ডেকে পাঠায় তাও বলেছেন মহুয়া। দর্শনকে প্রশ্ন করাটা তার মৌলিক অধিকারের মধ্যে পড়ে তাও উল্লেখ করেছেন। তাঁর আরও বক্তব্য চূড়ান্ত রিপোর্ট তৈরির আগে কমিটি দর্শনের সাক্ষ্য না শুনলে পুরো বিচার প্রক্রিয়াটাই প্রবাদতুল্য ক্যাঙারু কোর্টে পর্যবসিত হবে।