
প্রশান্ত দাস, মালদা : এখনও বিপদমুক্ত নয় গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ছুড়িকাহত ছাত্রী ও প্রাক্তণ ছাত্র অলোক মন্ডল। দুইজনই মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি। অতিরিক্ত রক্ত ক্ষরণের জন্য দুইজনের শারিরীক পরিস্থিতি অনেকটাই সঙ্কটজনক।
মালদা মেডিক্যাল কলেজের শল্য চিকিৎসক গণেশ চন্দ্র গাইনের নেতৃত্বে চিকিৎসকদের টিম এই দুইজনের চিকিৎসা করছেন। অস্ত্রপ্রচার সাফল্য হয়েছে বটে। তবে দুইজনের স্বরনালি গভীর ক্ষত রয়েছে ।
অন্যদিকে, এই ঘটনার পর থেকে আতঙ্কিত বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও কর্মীরা। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সচিত্র পরিচয় পত্র ছাড়া কাউকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হচ্ছে না।
গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপচার্য ডঃ পবিত্র চট্টোপাধ্যায় বলেন, ‘কলেজ চত্বরে আমরা নিরাপত্তা বাড়াচ্ছি। আমরা চেষ্টা করছি এই ধরণের ঘটনা আগামীদিনে না হয়। যথাযথ নজরদারি ব্যবস্থা করা হচ্ছে’।