
তামসী রায় প্রধান, ওঙ্কার বাংলাঃ মালদার বামুনগোলার পাকুয়াহাটে দুই মহিলাকে বিবস্ত্র করে মারধরের ঘটনায় উত্তাল গোটা রাজ্য। সেই ঢেউ এবারে আছড়ে পড়েছে রাজধানী দিল্লিতেও। এবার, দুই মহিলাকে বিবস্ত্র করে মারধর কাণ্ডের রিপোর্ট তলব করল জাতীয় মানবাধিকার কমিশন।
প্রসঙ্গত, বামুনগোলার পাকুয়াহাটে দুই মহিলা লেবু বিক্রি করতে যান। সে সময় বেশ কয়েকজন তাঁদের চোর সন্দেহে মারধর করে বলে অভিযোগ। যারা মারধর করে, তাদের মধ্যে অনেক মহিলাও ছিল। অভিযোগ, ওই দুই মহিলাকে বিবস্ত্র করে জুতোপেটাও করা হয়। ঘটনার ভিডিও ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি ওঙ্কার বাংলা এবং ONKAR ONLY TRUTH । এমনকি, এই ঘটনায় প্রথমে পুলিশ দুই নির্যাতিতাকে গ্রেফতার করে। যদিও পরে জেল থেকে জামিনে ছাড়া পান দুই নির্যাতিতা।
এবার সেই ঘটনার রিপোর্ট তলব করল জাতীয় মানবাধিকার কমিশন। আগামী দু’সপ্তাহের মধ্যে মালদা জেলা পুলিশ সুপারকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। রাজ্যের মুখ্যসচিব ও ডিজিপিকেও বিষয়টি লিখিতভাবে জানিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন বলে সূত্রের খবর।