
প্রশান্ত দাস ,মালদা:হাসিনা সরকারের পতনের পর থেকেই অশান্ত ওপার বাংলা। মৌলবাদীদের দাপাদাপি বাড়ছে বাংলাদেশ জুড়ে। খবর পাওয়া গেছে ,জেল থেকে ছাড়া পেয়েছে বাংলাদেশের একাধিক জঙ্গি। এছাড়াও জানা গেছে লুঠ হয়েছে প্রায় দেড় হাজার আগ্নেয়াস্ত্র,যেগুলির সন্ধান এখনো পাওয়া যায়নি। এরই মধ্যে চিন্ময়কৃষ্ণ প্রভুকে গ্রেফতারের পর থেকে হিন্দুদের উপর ক্রমাগত আক্রমণ হচ্ছে বলে রোজই খবর আসছে। এই পরিস্থিতিতে অনুপ্রবেশের আশঙ্কা বাড়ছে মালদহ সীমান্ত এলাকা গুলিতে। লুঠ হওয়া অস্ত্রশস্ত্র নিয়ে জঙ্গিদের অনুপ্রবেশ হতে পারে মালদা কে করিডোর দিয়ে বলেও আশঙ্কা করা হচ্ছে। গোয়েন্দা দপ্তর সূত্রে এমন খবরের পাওয়ার পর থেকেই নিরাপত্তা বাড়ানো হয়েছে মালদহের ১৭১ কিলোমিটার এলাকা জুড়ে অবস্থিত ভারত বাংলাদেশের সীমান্ত এলাকায়। এর মধ্যে প্রায়ই ৩২ কিলোমিটার এলাকায় তারকাঁটা নেই এবং ১৮ কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে জলপথ। আর এই সীমান্ত দিয়েই জঙ্গি অনুপ্রবেশ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই আশঙ্কায় রাতের ঘুম ঘুম উড়েছে মালদ জেলার ভারত বাংলাদেশ সীমান্তের একাধিক এলাকার মানুষদের। সীমান্ত এলাকার এই সমস্ত বাসিন্দাদের অভিযোগ তারা আতঙ্কে রয়েছেন। সন্ধ্যে হলেই তারা বাড়িতে চলে আসছেন। এই পরিস্থিতিতে সন্দেহভাজন কাউকে এলাকায় দেখলেই বিএসএফ ক্যাম্প বা এলাকার থানায় খবর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ।