
ওঙ্কার ডেস্কঃ মালদার তৃণমূল নেতা দুলাল সরকারের খুনের ঘটনায় দলেরই শহর সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারিকে গ্রেফতার করল পুলিশ। তিওয়ারি ছাড়াও স্বপন শর্মা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত নরেন্দ্রনাথ তিওয়ারি ইংরেজবাজার পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তথা ইংরেজবাজারের শহর সভাপতি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুলাল সরকার খুনের মামলায় মঙ্গলবার নরেন্দ্রনাথ তিওয়ারিকে ও তার দুই ভাইকে ইংরেজবাজার থানায় ডেকে পাঠান পুলিশ। তিনজনকে মুখোমুখি বসিয়ে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করার পর গ্রেফতার করা হয় নরেন্দ্রনাথ তিওয়ারিকে।
ধৃত শহর সভাপতি জানিয়েছিলেন , “এই ঘটনায় আমাদের বাড়ির কেউ জড়িত নেই। আমরা কেবলমাত্র পুলিশকে তদন্তে সহযোগিতা করছি”। পুলিশ সূত্রে খবর, তৃণমূল নেতা দুলাল সরকারের খুনের ঘটনায় ধৃত ৫ জনের বয়ানের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে শহর সভাপতি নরেন্দ্রনাথকে। এখনও পর্যন্ত মোট ২ জন শ্যুটার সহ ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
ভিডিও দেখুন-