
নিজস্ব প্রতিনিধি,আলিপুর দুয়ার: হয় গরীব মানুষের টাকা দিন ,না হলে গদি ছাড়ুন ,।রবিবার আলিপুরদুয়ারেরর সরকারি সভা থেকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই ভাষাতেই আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।এদিনের সভায় মুখ্যমন্ত্রী বলেন ১০০ দিনের কাজ,আবাস যোজনা সহ রাজ্যের একাধিক প্রকল্পের টাকা কেন্দ্র আটকে রেখেছে।সেই টাকা অবিলম্বে দিতে হবে না হলে গদি ছাড়তে হবে।পাশাপাশি মমতা দাবি করেন কেন্দ্র সরকার রেশন দেওয়া বন্ধ করে দিলেও রাজ্য সরকার সাধারণ মানুষের কথা ভেবে রেশন ব্যবস্থা চালু রেখেছে।