
ওঙ্কার ডেস্ক: লোকসভা ভোটের আগে রাজ্য রাজনীতিতে চর্চার বিষয় হয়ে উঠেছিল সন্দেশখালি। জনরোষের মুখে পড়ে ওই এলাকার তৃণমূল নেতা শেখ শাহজাহানকে গ্রেফতার করেছিল পুলিশ। তার বিরুদ্ধে রেশন দুর্নীতি-সহ একাধিক অভিযোগ ছিল। সন্দেশখালি কাণ্ডের পর এই প্রথম সেখানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কড়া নিরাপত্তা বলয়ের মধ্যে আজ সোমবার সন্দেশখালিতে প্রশাসনিক সভা করবেন তিনি। পুলিশ সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর সভার জন্য পুলিশকর্মী এবং অফিসার মিলিয়ে প্রায় ৭০০ জন নিরাপত্তার দায়িত্ব থাকবেন। এদিন পরিষেবা প্রদান করার পাশাপাশি বসিরহাট মহকুমায় বিভিন্ন প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করবেন তিনি।
প্রসঙ্গত বসিরহাট লোকসভার ভোটে কারচুপির অভিযোগ তুলে মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। গত লোকসভা ভোটে বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র সেই মামলা করেছেন। যদিও মামলার নিষ্পত্তি এখনও হয়নি। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন, রেখা পাত্রের সাংসদ হওয়া কেবল সময়ের অপেক্ষা। শুধু তাই নয় সন্দেশখালিতে মুখ্যমন্ত্রীর সভার পরদিনই সভা করবেন বলে জানিয়েছেন তিনি। সেই আবহে আজ প্রশাসনিক সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেন সেদিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল।