
অরূপ ঘোষ, ঝাড়গ্রাম : টানা প্রায় দেড় মাস নির্বাচনী প্রচারে রয়েছেন তিনি। ছুটে যাচ্ছেন একের পর এক জেলায়। পরনে সেই চেনা সাজ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। নীল বা সবুজ পাড়ের সাদা শাড়ি, পায়ে হাওয়াই চটি। এই চেনা বেশেই আপামোর জনগণ দেখে এসেছেন তাঁকে। শুক্রবার, ঝাড়গ্রামের জনসভাতেও তার অন্যথা হয়নি। তবে মঞ্চে উঠে বক্তৃতা দিতে গিয়ে বিপত্তি। হঠাৎ, তাঁর হাওয়াই চটি ছিঁড়ে যায়। সভার মাঝে নিজেই চটিতে সেফটি পিন লাগিয়ে ফের সভা চালিয়ে যান মুখ্যমন্ত্রী।
প্রসঙ্গত, শুক্রবার দুপুরে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর বিধানসভার অন্তর্গত গজাশিমুলে জনসভা করেন মুখ্যমন্ত্রী। ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কালিপদ সোরেনের সমর্থনে জনসভা করেন তিনি। সেখানেই সভার মাঝে হাওয়াই চটি ছিঁড়ে যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেখানেই এই বিপত্তি ঘটে. যদি ও পরে আবার সভার কাজ শুরু করেন।