
মানস চৌধুরী, দমদম : ছ দফার ভোট শেষ. বাকি রয়েছে আর একটা দফা. ১ জুন রাজ্যে ভোট রয়েছে রাজ্যের ৯ টি লোকসভা আসনে যার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ দমদম লোকসভা কেন্দ্র। এবারে লড়াই ত্রিমুখী, কেউ কাউকে জমি ছাড়তে নারাজ. একদা লাল দুর্গ বলে পরিচিত দমদম আবার যাতে পুনরুদ্ধার করা যায় তাই বামফ্রন্টের পক্ষ থেকে কংগ্রেসের সমর্থিত প্রার্থী করা হয়েছে সুজন চক্রবর্তীকে। অপরদিকে, বিশিষ্ট আইনজীবী যিনি একদা তৃণমূলে ছিলেন সেই শীলভদ্র দত্তকে বিজেপি এবার দমদমে প্রার্থী করেছে।
ইতিমধ্যেই সিপিএমের পক্ষ থেকে বৃন্দা কারাত,সীতারাম ইয়েুচুরী, গৌতম দেব, মীনাক্ষী মুখার্জি সহ বামেদের উচ্চ নেতৃত্ব দমদমের বিভিন্ন অঞ্চল জুড়ে প্রচার চালাচ্ছেন। তবে এবারের অন্যতম চমক কংগ্রেস এবং সিপিএমের যৌথ প্রচার. পাশাপাশি, সিপিআইএমের ছাত্র যুব উপস্থিতি অনেকটাই আশা জাগিয়েছে। প্রচারে খামতি রাখছেন না বিজেপির শীলভদ্র দত্তও.
অন্যদিকে, তৃণমূলের প্রার্থী সৌগত রায়ের সমর্থনে একের পর এক সভা করছেন তৃণমূলের সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়. মঙ্গলবার বাগুইআটিতে একটি জনসভা করে বিরাটির মণিক মোড় থেকে এক নম্বর পর্যন্ত পদযাত্রা করেন মমতা। এদিন এই পদযাত্রায় পা মেলালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, দমকলমন্ত্রী সুজিত বসু, পার্থ ভৌমিক। এছাড়াওস অসংখ্য তৃণমূল কর্মী সমর্থক এই পদযাত্রা অংশগ্রহণ করেন। তৃণমূলের দাবি, বিগত তিনবারের মতো এবারও দমদমের মানুষ সৌগত রায়ের পক্ষেই রায দেবেন।