
ওঙ্কার ডেস্ক:প্রথমে ইডি শাহজাহান কে টার্গেট করে ঢুকেছে ,তারপরে বাইর থেকে লোক এনে এলাকায় অশান্তি ও উত্তেজনা সৃষ্টি করেছে বিজেপি।সন্দেশখালি কাণ্ডের জন্য এবার সরাসরি বিজেপিকেই দায়ী করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।বৃহস্পতিবার রাজ্য বাজেটের জবাবি ভাষণে মুখ্যমন্ত্রী আরও বলেন যে সন্দেশ খালির আদিবাসীদের মধ্যে ঝগড়া লাগিয়ে ,এলাকায় অশান্তি সৃষ্টি করছে বিজেপি।ওই এলাকায় আর এস এস ক্যাম্প করে উত্তেজনায় ইন্ধন ছড়াচ্ছে বলেও দাবি করেন তিনি।
এছাড়াও চোপড়ায় চারটি শিশুর মৃত্যুর জন্য বি এস এফ কে দায়ী করেন মুখ্যমন্ত্রী।এবং তিনি অভিযোগ করেন বি এস এফ এই রাজ্যে কেন্দ্রের হয়ে কাজ করছে।
ক্যাগ রিপোর্টে রাজ্যের বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগ সম্পূর্ন মিথ্যা বলেও অভিযোগ করেন তিনি।এবং এই রিপোর্ট রাজ্য কে বদনাম করার জন্য কেন্দ্র সরকার বানিয়েছে বলেও দাবি তার।
এছাড়াও এদিনের জবাবী ভাষণে কেন্দ্রের বঞ্চনার কথা ফের উল্লেখ করেন মুখ্যমন্ত্রী।তবে শ্রমিকদের বকেয়া টাকা রাজ্য সরকার দেওয়া শুরু করেছে বলে ও জানান মমতা বন্দোপাধ্যায়।