
গোপাল শীল, দক্ষিণ ২৪ পরগনা : মুখ্যমন্ত্রীর নির্দেশ অমান্য করে চলছে অবৈধ নির্মাণ । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনকে নির্দেশ দিয়েছিলেন কোন সরকারি জায়গা পুকুর কিংবা নয়নজুলি ভরাট করে অবৈধ নির্মাণ চলবে না। তবুও প্রশাসনের চোখে ধুলো দিয়ে দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথরপ্রতিমা ও কাকদ্বীপ থানার গঙ্গাধরপুর রোডের পাশেই নয়নজুলিতে অবাধে তৈরি হচ্ছে বেশ কিছু পাকা বাড়ি। অন্যদিকে মাটি ফেলে ভরাট করা হচ্ছে জল নিকাশি। এক আইসিডিএস কর্মী পারুল দাস, তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান মাটি ফেলার বরাত যিনি নিয়েছেন তিনি প্রশাসনের সঙ্গে কথা বলে নিয়েছেন। অবশ্য প্রশাসন জানার পর কাজটিকে বন্ধ করে দেয়। আবারো নয়নঞ্জলির উপর উঠছে একটি পাকা ঘর তিনি জানান প্রসাসনের ঘর করার অনুমতি নিয়েছেন।
এখন প্রশ্ন উঠছে কোন প্রশাসনের কাছ থেকে অনুমতি নিয়েছেন। এই প্রশাসন কে? যিনি মুখ্যমন্ত্রীর নির্দেশ অমান্য করে অনুমতি দিচ্ছেন।
তবে পঞ্চায়েত সদস্যের কথায় এগুলো নয়নজুলি নয়, সরকারি জায়গা ও নয়,রোডের উপর তো আর ঘর করছে না, ঘর করা বৈধ।