
সোমনাথ মুখোপাধ্যায়,কলকাতাঃ মুখ্যবমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে চোট। হাঁটুতে জল জমেছে। অস্ত্রোপচারের প্রয়োজন। বৃহস্পতিবার এসএসকেএম হাসপাতালে যাবেন। এদিনই অস্ত্রোপচার হতে পারে বলে হাসপাতাল সূত্রে খবর।
সেবক এয়ারবেসে হেলিকপ্টার থেকে নামতে গিয়ে চোট বা পা ও কোমরে চোট পানমুখ্যামন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তড়িঘড়ি সেবক থেকে বাগডগরা হয়ে তাঁকে নিয়ে আসা হয় এসএসকেএম হাসপাতালে। চিকিৎসার হাসপাতালে ভর্তি হবার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু তিনি বাড়ি থেকেই চিকিৎসা করাবেন বলে জানিয়ে দেন। বাড়িতেই টানা ফিজিওথেরাপি চলেছে। বর্তমানে অবস্থা স্থিতিশীল। কিন্তু তাঁর পা পায়ের হাঁটুতে জল জমেছে। ছোট অস্ত্রোপচারটির প্রয়োজন। মমতা ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন, উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। তিনি সুস্থই আছেন।
এসএসকেএম সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর চিকিৎসার জন্য পাঁচ সদস্যের একটি মেডিক্যা ল বোর্ড গঠন কারা হয়েছে। চিকিৎসক মণিময় বন্দ্যোপাধ্যায়, ফিজিক্যা ল মেডিসিন অ্যা ন্ড রিহ্যাকবিলিটেশন ও হৃদরোগ বিশেষজ্ঞ দুই চিকিৎসক মেডিক্যা ল বোর্ডে আছেন। অর্থোপেডিকের বিভাগীয় প্রধান-সহ দুই চিকিৎসককে থাকতে বলা হয়েছে।
প্রসঙ্গত, গত ২৭ জুন জলপাইগুড়ির ক্রান্তি থেকে পঞ্চায়েত নির্বাচনের প্রচার সেরা বাগডোগরা যাবার পথে দুর্যোগের মুখে পড়ে মমতার কপ্টার। সেবক বায়ুসেনার এয়ারবেসে জরুরি অবতরণ করে কপ্টারটি। অবতরণের কপ্টার থেকে মাটিতে নামতে গিয়ে কোমরে ও পায়ে চোট পেয়েছিলেন মমতা।