
তামসী রায় প্রধান, কলকাতাঃ রাজ্যের সরকারি কর্মীদের উদ্দেশে কড়া বার্তা দিলন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কাজে ফাঁকি দিলে বা কাজের গাফিলতি নজরে এলে পদক্ষেপ করবে রাজ্য সরকার।
বুধবার, জনসংযোগ কর্মসূচি শুরুর আগে তিনি বিভিন্ন জেলার জেলা শাসক ও সমস্ত দফতরে প্রধান সচিবদের সঙ্গে বৈঠক করেন। আর এই বৈঠকেই এই বার্তা দেন মমতা। তিনি বলেন, সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার বিষয়টিকে প্রাধান্য দিতে হবে। প্রয়োজনে শনি-রবিবারও করতে হবে অফিস। জানা গিয়েছে, সররকারি কর্মীরা ঠিকমতো কাজ না করলে বরখাস্ত করার মতো কঠোর পদক্ষেপ করতেও যে তিনি পিছপা হবেন না মমতা বন্দ্যোপাধ্যায়।