
স্পোর্টস ডেস্ক :—–একটা গুরুত্বহীন ম্যাচ। ইডেনে বিহারের বিরুদ্ধে রঞ্জি ম্যাচে জিতলেও বাংলা নকআউতেই যাবে না। তবে যেহেতু মনোজ তিওয়ারির শেষ ম্যাচ আর সেটা নিয়েই সিএবিতে উৎসবের পরিবেশ। ম্যাচের শেষদিন মনোজকে রাজকীয় সংবর্ধনা দেবে সিএবি। মনোজের পরিবারের লোকেরা ছাড়াও থাকবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। মনোজের হাতে সোনার ব্যাট তুলে দেবেন সৌরভ। এছাড়াও থাকবে নানা চমক। তবে মনোজ কিন্তু এই সবে মন না দিয়ে ম্যাচেই মন দিতে চাইছেন মনোজ। আর বিহার ম্যাচে অ্যাডভান্টেজ বাংলারই। মাত্র ৯৫ রানে শেষ বিহার। বাংলার হয়ে মুকেশ এবং সূরজ। এই দুই পেসার মিলে ৮ উইকেট তুলে নেন। একটি উইকেট নেন মহম্মদ কাইফ।আর প্রথম দিনেই ২ উইকেট হারিয়ে ১১১ রান করে ১৬ রানের লিড নিয়েছে বাংলা।বিহার ম্যাচেও ওপেনিং সমস্যা কাটলো না। এদিন ওপেন করেন অভিমন্যু ঈশ্বরণ আর শাকির হাবিব গান্ধী। বাংলার হয়ে রঞ্জি অভিষেক হল শাকিরের। ১৯ রান করে আউট হয়ে যান শাকির। তিন নম্বরে সুদীপ ঘরামির বদলে নামা করণ লাল করেন ২৮ রান। ৪৮ রানে অপরাজিত অভিমন্যু। অনুষ্টুপ মজুমদার তার সঙ্গে ব্যাট করছেন তিনি ১৩ রানে অপরাজিত। দ্বিতীয়দিনে বড় রান তোলাই টার্গেট টিম বেঙ্গলের।