
স্পোর্টস ডেস্ক : ক্রিকেটার ও ক্রীড়াবিদদের বায়োপিক হচ্ছে। কিন্তু ভারতীয় পেসার মহম্মদ সামি তার নিজের বায়োপিকে কাকে চান! এদিন এক সাক্ষাৎকারে সামি বললেন,’আমাকে দিয়েই মুখ্য চরিত্রে অভিনয় করিয়ে নেওয়া যায়। পরের দিকে তো (সামি তাঁর ক্রিকেট ছাড়ার পরের কথা উল্লেখ করেন) আমার আর তেমন কিছু করার থাকবে না। তা হলে নিজের বায়োপিকেই আমি কাজ করে নেব।যতদিন ভালো পারফর্ম করতে পারছি ততদিন খেলব। আমি ভেবেছি তারপর যখন মনে করব বিরক্ত বোধ করছি, তখন ক্রিকেট খেলা ছেড়ে দেব। আমার ওপর কারও চাপের প্রয়োজন নেই। আমাকে কেউ এটা বোঝানোর মতোও নেই। আমার পরিবারও এই নিয়ে কিছু বলে না। যে দিন আমার মনে প্রশ্ন আসবে যে সকালে উঠে আবার মাঠে যেতে হবে? সে দিন আমি ছেড়ে দেব খেলা। নিজেই টুইট করব।’