
প্রদীপ মাইতি,পূর্ব মেদিনীপুর:
লোকসভা নির্বাচনের আগে বাংলায় বিশেষ নজর বিজেপির। দলীয় প্রচারে আগামী 29 শে জানুয়ারি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পূর্ব মেদিনীপুরের মেচেদায় জনসভা করতে আসছেন। মেচেদা ইসকন মন্দিরের পার্শ্বস্থ মিতালি সংঘের মাঠে এই জনসভা হবে। হাতেগোনা আর মাত্র কয়েকটা দিন বাকি,তাই বৃহস্পতিবার বিজেপির একটি প্রতিনিধিদল আসেন মেচেদার ওই মাঠ পরিদর্শনে। প্রতিনিধিদলে ছিলেন কেন্দ্রীয় নেতৃত্ব ও রাজ্যের অবজারভার মঙ্গল পান্ডে,এছাড়াও ছিলেন রাজ্য ও জেলার প্রতিনিধিরা।