
শান্তনু পান,পশ্চিম মেদিনীপুর: সোমবার আর জি কর কাণ্ডে রায় প্রকাশের পর অভয়ার নামে মোমবাতি জ্বেলে, তাকে স্মরণ করলেন , মেদিনীপুর মেডিকেল কলেজে অবস্থান বিক্ষোভরত জুনিয়র ডাক্তারা। পাশপাশি অভয়ার মা –বাবার সঙ্গে সহমত পোষণ করে তারা দাবি করেন ক্ষতিপূরণ নয় ,খুন ও ধর্ষণ কাণ্ডে জড়িত প্রত্যেকের শাস্তি চাই। শিয়ালদা আদালত আরজিকর ঘটনায় অভয়ার দোষীদের শাস্তি ঘোষণায় খুশি নয় মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের জুনিয়র ডাক্তাররা। সোমবার রাতে, মেদিনীপুর মেডিকেল কলেজে অবস্থান বিক্ষোভের মাঝেই তারা মোমবাতি জ্বালিয়ে সহকর্মীর প্রতি শ্রদ্ধা জানান । এবং তারা বলেন “আমরা ক্ষতিপূরণ চাই না,আমরা অভয়ার মায়ের সঙ্গে সহমত।বাকি অপরাধীদের সনাক্ত করে তাদেরও শাস্তি দিতে হবে” পাশাপাশি তারা এও বলেন “এই ঘটনা যদি বিরলতর থেকে বিরলতম ঘটনা না হয়, তাহলে কোন ঘটনাকে বিরলতম বলব সেটা আমরা ভেবেই পাচ্ছি না। যতদিন পর্যন্ত সেই ধরনের প্রক্রিয়া আমরা না দেখতে পাবো, অভয়ার ন্যায় বিচারের দাবিতে আমাদের আন্দোলন চলবে। শুধু আমরা নয় সমাজের প্রত্যেকটি স্তরের মানুষ এর বিচার চাই”।