
স্পোর্টস ডেস্ক :স্বপ্ন পূরণ হতে চলেছে তাঁর। শুধু তাই নয়, রাজ্য তথা দেশের নাম আরও উজ্জ্বল করতে চলেছেন এই বাংলার মেয়ে। নাম মেহুলি ঘোষ। আগামী বছর প্যারিস অলিম্পিক্সে যাচ্ছেন এই বঙ্গতনয়া।
ISSF বিশ্ব চ্যাম্পিয়নশিপে একটি করে সোনা এবং ব্রোঞ্জ পদ জিতে ২০২৪ প্যারিস অলিম্পিক্সে যোগ্যতা অর্জন করে ফেললেন মেহুলি। আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত বিশ্ব চ্যাম্পিয়নশিপে ১০ মিটার এয়ার রাইফেলে বিভাগে ব্রোঞ্জ পদক জিতেছেন তিনি। এই প্রতিযোগিতার ফাইনালে ২২৯.৮ পয়েন্ট সংগ্ৰহ করে তৃতীয় হন মেহুলি। একই ইভেন্টে ভারতের আর এক প্রতিযোগী তিলোত্তমা সেন ২০৮.৪ পয়েন্টে চতুর্থ হন। অলিম্পিকের যোগ্যতা অর্জনের ইভেন্ট এই বিশ্ব চ্যাম্পিয়নশিপ। তবে বিশ্বের সবচেয়ে ঐতিহ্যবাহী প্রতিযোগিতায় যোগ্যতা অর্জন করলেও তাঁর অংশ গ্রহণ নির্ভর করবে ভারতীয় অলিম্পিক্স কমিটির ছাড়পত্রের উপর। তবে যে রকম ভাবে ধারাবাহিকতা বজায় রেখে এগিয়ে আসছেন মেহুলি, তাতে বাংলার এই মেয়ে আটকে রাখাই কঠিন!
মেহুলির পারফরম্যান্স নজর কেড়েছে অলিম্পিক্সে সোনা জয়ী ভারতীয় শুটার অভিনব বিন্দ্রার। অলিম্পিক্সে ব্যক্তিগত ইভেন্টে ভারতে প্রথম সোনার পদক এনে দিয়েছিলেন অভিনব বিন্দ্রাই। সোশ্যাল মিডিয়ায় মেহুলির জন্য শুভেচ্ছাবার্তা দিয়েছেন এই কিংবদন্তি শুটার।