
ওঙ্কার ওয়েব ডেস্ক: প্রচন্ড শীতের মধ্যে অর্ধাহারে, অনাহারে রাস্তার মধ্যেই দিনযাপন করছিলেন নামঠিকানা ভুলে যাওয়া মানসিক ভারসাম্যহীন মধ্যবয়স্ক এক মহিলা। মানুষের দয়ার উপর নির্ভর করে কোনওমতে দিনযাপন করছিলেন তিনি। শেষপর্যন্ত প্রশাসন এবং এলাকার মানুষের উদ্যোগে ঠাঁই হল হলদিয়ার এল্ডার কেয়ার ইন্ডিয়া নামে একটি সংস্থার আশ্রয়ে। ঘটনাটি পাথরপ্রতিমা ব্লকের পশ্চিম দ্বারিকাপুর আদিবাসী পাড়া সংলগ্ন এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত আট মাস আগে হঠাৎই ওই মহিলাকে এলাকায় দেখা যায়। কোনওমতেই তিনি বলতে পারছিলেন না নিজের নামঠিকানা। এরপর এলাকার মানুষজন সোশ্যাল মিডিয়ায় খোঁজ নিয়ে হদিশ পান হলদিয়ায় অবস্থিত এল্ডার কেয়ার নামে একটি সংস্থার।
সূত্রের খবর, এল্ডার কেয়ার ইন্ডিয়া নামে এই সংস্থার কর্তাদের সঙ্গে কথা বলেন স্থানীয় মানুষজন। এরপর পুলিশ, প্রশাসনের সম্মতিতে এল্ডার কেয়ার নামে ওই সংস্থার কর্মীরা মানসিক ভারসাম্যহীন ওই মহিলাকে হলদিয়ায় নিয়ে গিয়েছে। আর স্থাপিত হয়েছে মানবিকতার অনন্য দৃষ্টান্ত।
ভিডিও দেখুন-