
উজ্জ্বল হোড়,জলপাইগুড়ি:DYFI এর ইনসাফযাত্রা সোমবার চতুর্থ দিনে পড়লো ।
এদিন সংগঠণের রাজ্য সম্পাদক মিনাক্ষী মুখার্জি সহ অন্যান্য জেলা নেতৃত্ব এবং কর্মী সমর্থকদের নিয়ে জলপাইগুড়ি শহর থেকে যাত্রা শুরু হয়।
জলপাইগুড়ি থেকে যাত্রা শুরু হওয়ার মিনাক্ষী মুখার্জি বলেন, রাজ্য এবং কেন্দ্র সরকার চায় না বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান সৃষ্টি হোক, কারণ বেকার যুবক যুবতীদের হাতে কাজ দিলে ভোট লুটেরা পাওয়া যাবে না। তিনি আরো বলেন একটি অগণতান্ত্রিক, সৈরাচারী ব্যাবস্থা কে কায়েম রাখতে চায় কেন্দ্র ও রাজ্য সরকার ।সেই কারনেই প্রথম আঘাত হেনেছে শিক্ষার ওপর এবং দ্বিতীয় আঘাত কাজের অধিকারের ওপরে।
উল্লেখ্য লোকসভা ভোটের আগে, জনসংযোগ বাড়াতে পথে নামছে সিপিএমের যুব সংগঠন DYFI। ৩ নভেম্বর, কোচবিহার থেকে শুরু হয়েছে সিপিএমের যুব সংগঠনের ইনসাফ যাত্রা। যা শেষ হবে ২০২৪-এর ৭ জানুয়ারি। সেদিনই ব্রিগেডে সমাবেশ করবে DYFI।