
ওঙ্কার ডেস্ক: দেশের ৩২টি বিমানবন্দর বন্ধ রাখার সময়সীমা বাড়াল কেন্দ্র সরকার। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার এবং সংশ্লিষ্ট বিমান চলাচল কর্তৃপক্ষ বিমানকর্মীদের উদ্দেশে একাধিক নোটিশ জারি করেছে। যাতে বলা হয়েছে ৯ থেকে ১৫ মে ২০২৫ তারিখের ৫টা ২৯ পর্যন্ত উত্তর ও পশ্চিম ভারতের ৩২টি বিমানবন্দরে সমস্ত অসামরিক বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হবে।
যে বিমানবন্দরগুলি বন্ধ থাকবে সেগুলি হল, আধমপুর, আম্বালা, অমৃতসর, অবন্তীপুর, বাথিন্ডা, ভূজ, বিকানের, চণ্ডীগড়, হালওয়ারা, হিন্ডন, জয়সলমীর, জম্মু, জামনগর, যোধপুর, কান্ডলা, কাংরা (গাগল), কেশোদ, কিষাণগড়, কুল্লু মানালি (ভুন্টার), লেহ, লুধিয়ানা, মুন্দ্রা, নালিয়া, পাঠানকোট, পাতিয়ালা, পোরবন্দর, রাজকোট (হিরাসার), সরসাওয়া, সিমলা, শ্রীনগর, থোইস এবং উত্তরলাই। পাশাপাশি দিল্লি এবং মুম্বই ফ্লাইট ইনফরমেশন রিজিয়ন এর মধ্যে ২৫টি বিমান চলাচল রুটের সাময়িক বন্ধ রাখার সময়সীমা বাড়িয়েছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া।
উল্লেখ্য, পহেলগাঁও কাণ্ডের পর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরম আকার নিয়েছে। মঙ্গলবার গভীর রাতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে নয়টি জায়গায় জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারত। যার প্রত্যাঘাত হিসেবে বৃহস্পতিবার রাত থেকে ভারতের বিভিন্ন জায়গায় আঘাত হানছে পাকিস্তান। সএই আবহে ভারতের ৩২টি বিমানবন্দর বন্ধের সময়সীমা বাড়াল কেন্দ্র।