
স্পোর্টস ডেস্ক :আক্রমণ বাড়ছে, গোল হচ্ছে না, অথচ ম্যাচের সময় কমে আসছে আর দর্শকদের ততোই চাপ বাড়ছে। এমন পরিস্থিতিতে ৭৪ মিনিটের মাথায় জয়সূচক গোলটি করেন মিজোরামের ছেলে ডেভিড। প্রথম ম্যাচে সিএফসির বিরুদ্ধে হ্যাটট্রিক করার পর দ্বিতীয় ম্যাচেও গোল করে মহমেডানকে জয় এনে দিলেন।
ম্যাচের শেষে মহমেডান কোচ মেহেরাজউদ্দিন বলেন,”আমরা আরও বেশি গোলে জিততে পারতাম। অনেক গোলের সুযোগ তৈরি করেও কাজে লাগাতে পারিনি। তবুও দিনের শেষে জয় পেয়েছি। এবার পরের ম্যাচ নিয়েই ভাবতে চাই।” আপনি মনে করেন, আজ একটা পেনাল্টি থেকে আপনারা বঞ্চিত? “আমি যেখানে দাঁড়িয়ে ছিলাম সেখান থেকে আমার মনে হয়েছে ডেভিডকে পিছন থেকে ধাক্কা মেরেছে। তবে বলের কাছে ছিলেন রেফারি। তিনি নিশ্চয় কাছ থেকে দেখে হয়তো সঠিক সিদ্ধান্ত নিয়েছেন।” বলছিলেন মহমেডান কোচ মেহেরাজউদ্দিন।