
মমতা অভিষেককে ইডি হেফাজতে নেওয়ার দাবি করলেন মহম্মদ সেলিম । ।সোমবার সন্ধ্যায় অশোকনগরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন মমতা অভিষেককে মুখোমুখি বসিয়ে জেরা করতে হবে।প্রয়োজনে এই দুজনকে ইডির হেফাজতে নিয়ে জেরা করার ও দাবি করেন তিনি।পাশাপাশি জ্যোতিপ্রিয় মল্লিককে ইডি হেফাজতে রাখলেই তিনি সুরক্ষিত থাকবেন বলে দাবি করেন সিপিএমের এই রাজ্য নেতা কারণ হিসেবে তিনি বলেন বালুকে গ্রেফতারের পর মমতা বলেছিলেন ওনার কিছু হতে পারে। তাই খাদ্যমন্ত্রী কে ইডি হেফাজতে রাখাই ভালো।
একইসঙ্গে অভিষেক মমতার হাত ধরে বিদেশে টাকা পাচার হয়েছে বলেও এই মন্তব্য করেন তিনি।
সোমবার বিকেলে হাবড়ার নগরুখড়া মোড় থেকে সুজন চক্রবর্তী ও মহম্মদ সেলিমের নেতৃত্বে সিপিএমের তরফে একটি মিছিল করা হয় সোমবার সন্ধ্যায় সেই মিছিল শেষ হয়।এর পর অশোকনগরের শেরপুরে বক্তব্য রাখেন মহম্মদ সেলিম।