
স্পোর্টস ডেস্ক :অবশেষে ৫ বছরের চুক্তিতে মোহনবাগানে মুম্বই এফসি থেকে আপুইয়াকে ৫ বছরের চুক্তিতে সই করালো মোহনবাগান। অনুর্ধ ২৩ ভারতীয় দলে সুযোগ পেয়ে ভালো পারফরমেন্স করেন আপুইয়া। সেই ভিত্তিতেই তাকে দলে নিল সবুজ মেরুন ব্রিগেড।২.৮ কোটি টাকার বিনিময়ে তাঁকে সই করানো হয়েছে। মোহনবাগান তাঁকে সই করিয়েছে বাই আউট ক্লজ কাজে লাগিয়ে। এই নিয়ম অনুযায়ী, কোনও ক্লাব অপর ক্লাবের প্লেয়ারকে সই করার প্রস্তাব দিয়ে সেই প্লেয়ার সেটা মানতে বাধ্য থাকবে।উচ্ছসিত আপুইয়া বললেন,’‘ভারতীয় ফুটবলেমোহনবাগান ক্লাবের একটা ঐতিহ্য রয়েছে। ক্লাবের সঙ্গে জড়িয়ে রয়েছে ইতিহাস। মোহনবাগানের মতো ক্লাবে খেলার সুযোগ পাচ্ছি, আমি সম্মানিত। মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছি। সবুজ মেরুন জার্সিতে খেলার সুযোগ আমার জীবনের অনেক বড় প্রাপ্তি।’ মোহনবাগান কোচ হোসে মোলিনা বললেন,’আপুইয়া দলে যোগ দেওয়ায় মাঝমাঠ আরও শক্তিশালী হল। সেন্ট্রাল মিডিও হিসেবে ভারতের জার্সিতেও সফল হয়েছে। ওর যোগদানে আমাদের মাঝমাঠের শক্তি আরও বাড়বে যা আমাদের দলের উন্নতি ঘটাবে।গত মরসুমে দুর্দান্ত পারফর্ম করেছে আপুইয়া। ও টিমে যোগ দেওয়ায় মাঝমাঠে প্রতিযোগিতাও বাড়বে।’