
স্পোর্টস ডেস্ক :
জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে এগিয়ে থেকেও ২-১ গোলে হার স্বীকার করতে হল টিম বাগানকে। এদিন শুরু থেকে ভালো ফুটবল খেলে মোহনবাগান ।ম্যাচের ৩০ মিনিটের মাথায় সেরটো পেনাল্টি থেকে গোল করেন। পেনাল্টি বক্সের মধ্যে বল ক্লিয়ার করার সময় বল লাগে জর্জের জুয়েলের হাতে। আর গোল করে নেন সেরটো।গোল খেয়েই আক্রমণ শুরু করে জর্জ। যদিও প্রথমার্ধে কোনো গোল আসেনি। তবে সেকেন্ড হাফে ৫৩ মিনিটে সুমিত রাঠির ভুলে গোল হজম করে মোহনবাগান।সমরেশের হেড বারে লেগে চলে আসে অমিত এক্কার পায়ে। সেখান থেকেই গোল। আর তার চার মিনিটের মধ্যেই ফের গোল। এবার দোষ ছিল মোহনবাগানের গোলকিপার রাজা বর্মণ। এরপর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে মোহনবাগান তবে সেটা আর সম্ভব হয়নি।এই হারের পরে ডেগি কার্ডোজ়ের কোচিং নিয়ে প্রশ্ন উঠে গেল! মোহনবাগানের কলকাতা লিগে সুপার সিক্সে যাওয়া বেশ কঠিন। এমনিতেই গ্রুপে শীর্ষে আছে ইস্টবেঙ্গল ২ নম্বরে ভবানীপুর।বাস্তব রায় ডুরান্ড কাপে কোচ হয়ে এই দল নিয়েই প্রথম ম্যাচে জয় এনে দেন। গতবারও তার কোচিংয়ে দলে ভালো খেলে। যদিও বাগান কোচডেগি কার্ডোজ বলছেন, প্রথমার্ধে আমাদের অনেক সুযোগ ছিল আমরা ভালো খেলেছি। কিন্তু সেকেন্ড হাফে আমরা ভালো খেলতে পারিনি। আশা করছি ঘুরে দাঁড়াবো। ফুটবলারদের সঙ্গে কথা বলব।’