
স্পোর্টস ডেস্ক :- আইএফএর উপর বিস্ফোরক অভিযোগ আনলো মোহনবাগান মোহনবাগান ক্লাব। মোহনবাগান সচিব দেবাশিস দত্ত এদিন ক্লাবের কার্যকরী কমিটির বৈঠকের শেষে বলেন, বাংলা থেকে শুধুমাত্র মোহনবাগান ক্লাবের অনুর্ধ ১৫ ভারতীয় দলের রিন্টু মল্লিক, রোহিত বর্মন, শুভ বরাল এই ৩ ফুটবলারকে ভারতীয় দলের ক্যাম্পে ডেকে আইএফএকে চিঠি পাঠায় সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। কিন্তু আইএফএ সেই চিঠি মোহনবাগানকে দেয়নি বলে অভিযোগ আনেন দেবাশিস। তিনি বলেন,’যদি আইএফএ এটা জেনে করে তাহলে ফুটবলের ক্ষতি করেছে আর যদি না জেনে করে তাহলে আরও ক্ষতি করেছে। আমরা ফেডারেশনকে বলেছি সব চিঠি আইএফএকে না পাঠিয়ে সরাসরি আমাদের পাঠাতে।’ এছাড়া ১ কোটি টাকা দিয়ে প্রথম ডিভিশন খেলানোর আইএফএর নতুন নীতিকে সমালোচনা করে দেবাশিস জানালেন,’এখন তো এটা ব্যবসা শুরু হয়ে গেছে ১ কোটি টাকা দিয়ে প্রথম ডিভিশন খেলো। কোয়ালিফাই করে প্রিমিয়ারে খেলেও। আর তো কেউ কষ্ট করে কোয়ালিফাই করে খেলবে না প্রিমিয়ারে। সুরুচি সংঘ, কালীঘাট স্পোর্টস লাভার্সরা তো বোকা। ওরা দল করে কোয়ালিফাই করে লড়াই করে উঠল আর অন্যরা ১ কোটি টাকা দিয়ে খেলছে। এবারেও সেটা হয়েছে। গতবারও হয়েছে।’ প্রসঙ্গত গতবার সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়ের দল ডায়মন্ডহারবার এফসি কিন্তু প্রথম ডিভিশন কোয়ালিফাই করে প্রিমিয়ার খেলছে এবার। আর এবারে ইউনাইটেড এফসি প্রথম ডিভিশন খেলছে। ফলে ঘুরিয়ে অভিষেকের দিকেও আঙ্গুল তুললেন দেবাশিস।এছাড়া কলকাতা লিগে টিভি রাইটসের টাকা আইএফএ থেকে চাওয়া থেকে শুরু করে আইএফএর প্রতি একাধিক অভিযোগ তোলেন দেবাশিস।এছাড়া এদিন ঘোষণা করা হয় মোহনবাগান মেম্বাররা মেম্বারশিপ কার্ড অনলাইনে রিনিউ করতে পারবেন। মোহনবাগানেও ইস্টবেঙ্গল ক্লাবের মত মিউজিয়াম তৈরী হবে। সেনাবাহিনীর থেকে অনুমতি চাওয়া হয়েছে।এছাড়া মোহনবাগান ক্লাবে তৈরী হবে আধুনিকমানের ক্রিকেট আকাদেমি।