
স্পোর্টস ডেস্ক :ওড়িশা এফসিকে ২-০ গোলে হারিয়ে আইএসএলের ফাইনালে মোহনবাগান। আর ফাইনালে ওঠার পরে মোহনবাগান ফুটবল সচিব স্বপন বন্দোপাধ্যায় তথা মুখ্যমন্ত্রীর ভাই স্বপন বন্দোপাধ্যায় শনিবার যুবভারতীর ফাইনালে মুখ্যমন্ত্রীকে ক্লাবের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হতে পারে এমন ইঙ্গিত দিয়ে রাখলেন। এদিন স্বপন (বাবুন ) বললেন,’কলকাতায় ফাইনাল। রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে উনাকে আমন্ত্রণ জানানোর ব্যাপারে আমাদের ক্লাবের সচিব আর সভাপতি আলোচনা করবে। মুখ্যমন্ত্রী এলে খুব ভালো হবে।’ এছাড়া তিনি বললেন,’একটা আইএসএল, ডুরান্ড, লিগ শিল্ড চ্যাম্পিয়ন। এবার লিগ শিল্ড আর ডুরান্ড দুটো পেলে ঐতিহাসিক ব্যাপারই হবে। আমি খুব খুশি।’গত আইএসএলে মোহনবাগান চ্যাম্পিয়ন হওয়ার পরে মুখ্যমন্ত্রী ক্লাবে আসেন আর মোহনবাগানকে আর্থিক পুরস্কার দেন।