
স্পোর্টস ডেস্ক :কথা রাখলেন আন্টেনিও লোপেজ হাবাস।অঙ্ক মিলিয়ে দিলেন । দ্বিতীয় সেমিফাইনালে ওড়িশাকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে মোহনবাগান। গোলদাতা কামিংস আর সামাদ।চারবারের মধ্যে মোট তিনবার। তাও আবার ব্যাক টু ব্যাক। তারমধ্যে হাবাসের তৃতীয়বার। মুম্বই সিটি এফসি ছাড়া কোনও দল লিগ শিল্ড জেতার পাশাপাশি চ্যাম্পিয়ন হতে পারেনি। এবার সেই হাতছানি রয়েছে বাগানের সামনে। ভুবনেশ্বরে ১-২ গোলে হারের রাতে বুক চিতিয়ে হাবাস বলেছিলেন হিসেব মিটিয়ে দেবেন সেটাই করলেন। আর ফাইনালে উঠে হাবাস বললেন,আমার ছেলেরা হারার আগে হারতে জানে না। ছেলেদের বলেছিলাম ৯০ মিনিট লড়াই করতে ওরা সেটাই করেছে। দলের খেলোয়াড়দের মধ্যে একটা জিনিসের ঘাটতি হয়নি, শক্তি। আজকের ম্যাচে সারা ম্যাচে সমান শক্তি ও উৎসাহ নিয়ে খেলেছে আমাদের ছেলেরা। যারা পরিবর্ত হিসেবে নেমেছে, তারাও একই রকম উদ্যম নিয়ে লড়াই করে গিয়েছে। দলের সবার ভূমিকাই আজ ছিল উল্লেখযোগ্য। এই ব্যাপারটাই আমাদের ফাইনালে উঠতে সাহায্য করেছে। এটাই সবচেয়ে জরুরি বিষয়”। ‘ এরপরে তিনি মোহনবাগান সমর্থকদের প্রশংসা করে বললেন,সমর্থকদের গর্জন ফুটবলারদের এনার্জি জুগিয়েছে। বিশ্বাস ছিল আমরা পারব। এত সমর্থক পুরো ম্যাচে আমাদের পাশে থেকেছে। চাপের ম্যাচে এটা অত্যন্ত জরুরি ছিল।’