
স্পোর্টস ডেস্ক :ফের উঠলো সবুজ মেরুন ঝড়। এদিন নিজেদের দ্বিতীয় ম্যাচে
১ গোলে পিছিয়ে থেকেও ৫-১ গোলে টালিগঞ্জ অগ্রগামীকে হারিয়ে কলকাতা লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচেও জয় পেলো মোহনবাগান। ম্যাচের শুরুটা আক্রমণ নির্ভর খেলা হয়। এদিন বারাকপুরে ম্যাচের শুরুতেই ১ মিনিটে মোহনবাগানের অমনদীপ সুন্দর সুযোগ পেয়েও গোল করতে পারেননি।ম্যাচের ৪ মিনিটে ডানদিক থেকে উঠে আসে টালিগঞ্জ। পেনাল্টি বক্সে পাস। মানস সরকার কার্যত ফাঁকা দাঁড়িয়ে ছিলেন। তাঁর প্রাথমিক টাচ ভালো ছিল না। দীপেন্দুর গায়ে লেগে বলটা তাঁর পায়ে ফিরে আসে। ফিরতি বলে ভুল করেননি মানস। শুরুটা ভালো করেও টালিগঞ্জ নিজেদের ফর্মটা হারিয়ে ফেলে। তবে লাভ হয়নি। ম্যাচের
২৪ মিনিটে অসাধারণ গোলে ফিরে আসে মোহনবাগান। তিনজনকে কাটিয়ে গোল করলেন নাওরেম।প্রথমার্ধ শেষ হয় ১-১ ব্যবধানে
দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচে ফিরে আসে বাগান। ম্যাচের ৪৭ মিনিটেএকেবারে মাপা ক্রস ছিল। শাহওনয়াজ এগিয়ে এসে পাঞ্চ করে বলটা বের করে দেওয়ার চেষ্টা করলেও ‘উইনার’ হন হামতে। আগেই হেডার দিয়ে টালিগঞ্জের জালে বল জড়িয়ে দেন।
৫ মিনিট পর ৫২ মিনিটে তৃতীয় গোল করেন সুহেল।
ম্যাচের ৭৭ মিনিটে বাগানে হামতে দ্বিতীয় গোল করেন । সেন্ট্রাল ডিফেন্স ডোবাল টালিগঞ্জকে । কিন্তু কিছুটা গায়ে হাওয়া দিয়ে বলটা ক্লিয়ার চেষ্টা টালিগঞ্জের। কিন্তু বলটা ক্লিয়ার হয়নি। হামতেদের দিকে বল চলে যায়। বলটা পায়ে নিয়ে সহজে টালিগঞ্জের জালে বল জড়িয়ে দেন হামতে।
এরপর ৮০ মিনিটে পেনাল্টি পায়মোহনবাগান। ডানদিক থেকে পেনাল্টি বক্সের মধ্যে এংসনকে পাসদেন অনুপ। বক্সের মধ্যে পিছন দিক থেকে এসে ফাউল করেন বাবুল বিশ্বাস। পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি হামতে। ম্যাচ শেষ হয় ৫-১ ব্যবধানে।
আগামী ১৬ জুলাই নিজেদের পরের কলকাতা লিগের তৃতীয় ম্যাচে ডালহৌসির বিরুদ্ধে নিজেদের মাঠে খেলতে নামবে মোহনবাগান।