
নিজস্ব প্রতিনিধিঃ ভবিষ্যতে ভারতই হবে বিশ্বের সর্বাধিক মুসলিম বসবাসকারীদের দেশ। এক ধাক্কায় ২০ কোটি থেকে ৩০ কোটি হতে পারে মুসলিম জনসংখ্যা। এমনই তথ্য বছর পাঁচেক আগে জানিয়েছিল মার্কিন গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টার। ২০৫০ সালে এ দেশের মুসলিম জনসংখ্যা দাঁড়াবে ৩১১ মিলিয়ন অর্থাৎ ৩১ কোটি ১০ লাখে। যা ২০২৩ সালে রয়েছে প্রায় ২০ কোটি। এই গবেষনায় মার্কিন বিশেষজ্ঞ সংস্থা পিইডব্লু তথ্য দেয়, ২০১০-এ সমগ্র দুনিয়ায় মুসলিম জনসংখ্যা ছিল ১.৬ বিলিয়ন অর্থাৎ ১৬০ কোটি। বর্তমান শতকের শেষে মুসলিমরা সংখ্যায় ছাড়িয়ে যাবে খ্রিস্টানদেরও, বর্তমানে এমন তথ্যও উঠে এসেছিল ওই গবেষণায়। ভারতে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠতা না পেলেও ২০৫০ সালের মধ্যে পৃথিবীর সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের ঠিকানা হবে ভারতই। পিছনে ফেলবে ইন্দোনেশিয়াকে। বর্তমানে বিশ্বের ৩৫ শতাংশ মানুষ ইসলাম ধর্মে বিশ্বাসী। ইসলাম পৃথিবীর দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ ধর্ম। আগামী কয়েক বছরের মধ্যেই অবস্থা বদলে যেতে পারে বলেও দাবি করা হচ্ছে।