
নিজস্ব প্রতিনিধি: শাসক দলের লোক এই অভিযোগে রাজ্যপালের প্রধান সচিবের দায়িত্ব থেকে তাকে সরিয়ে দিয়েছিল সিভি আনন্দ বোস। সেই নন্দিনী চক্রবর্তীকে স্বরাষ্ট্র সচিব করলো রাজ্য সরকার। নতুন মুখ্যসচিব হলেন বিপি গোপালিকা। রাজ্যের নতুন মুখ্যসচিব হলেন বিপি গোপালিকা। এতদিন তিনি স্বরাষ্ট্র সচিবের দায়িত্ব পালন করছিলেন নতুন স্বরাষ্ট্র সচিব হলেন নন্দিনী চক্রবর্তী। সুত্রের খবর,কয়েকদিন ধরে এই পদের জন্য বেশ কিছু নাম ঘুরছিল,ছিল আমলা প্রভাত মিশ্র,অর্থ সচিব মনোজ পন্থ,বন দফতরের সচিব বিবেক কুমার,শ্রম সচিব বরুণ রায়ের নাম। শেষ পর্যন্ত ১৯৯৪ ব্যাচের আইএএস নন্দিনী চক্রবর্তীর হলেন স্বরাষ্ট্র সচিব। সুত্রের খবর ২০১১ সালে তৃনমুল ক্ষমতায় আসার পর প্রিয় পাত্রী হন তিনি। একাধিক গুরুদায়িত্ব পালন করেছেন। পরে মুখ্যমন্ত্রীর সঙ্গে মতানৈক্যের জেরে গুরুত্ব কমে। সম্প্রতি দেখা দূরত্ব কিছুটা কমার ইঙ্গিত মেলে। রাজভবনে রাজ্যপালের প্রধান সচিব হন,কিন্তু রাজ্য- রাজ্যপাল সংঘাতের জেরে সেই পদ থেকে সরিয়ে দেওয়া হয়। এরপরই তাঁকে পর্যটন সচিব করেন।এবার তিনি হলেন স্বরাষ্ট্র সচিব।