
নিজেস্ব প্রতিনিধিঃ বাংলাদেশে আটকে এই বাংলার বহু বাসিন্দা এবং পড়ুয়া। তা নিয়ে চিন্তিত নবান্ন। দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রকের সঙ্গে এনিয়ে যোগাযোগ করল রাজ্য প্রশাসন।
শনিবার নবান্নের তরফে দিল্লিতে রেসিডেন্সিয়াল কমিশনারকে ফোন করা হয়। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে রাজ্যের কেউ আটকে রয়েছেন কিনা, থাকলে তাঁরা কী অবস্থায় রয়েছেন, সেসব বিস্তারিত খবরাখবর নিতে বলা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রকের সঙ্গে এ বিষয়ে যাবতীয় সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছে রেসিডেন্সিয়াল কমিশনারকে।
যদিও বাংলাদেশ থেকে ইতিমধ্যেই দেশে ফিরছেন কয়েক জন পড়ুয়ারা। বিভিন্ন সীমান্ত পেরিয়ে চলে এসেছেন অনেকে। শনিবার থেকে বাংলাদেশ জুড়ে জারি হয়েছে কারফিউ । এবার ফেরা নিয়ে আরও সমস্যায় পড়বেন তাঁরা, এই মুহূর্তে সেটাই সবচেয়ে আশঙ্কার। আর এ ধরনের সংকট থেকে উদ্ধার পেতে কূটনৈতিক স্তরে তৎপরতা বাড়াচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রক।