
নিলয় ভট্টাচার্য,নদীয়া:প্রায় একশত বছর আগে স্বপ্নাদেশ পেয়ে নদীয়ার ভারত – বাংলাদেশ সীমান্ত বানপুরে জগদ্ধাত্রী পুজো শুরু করেছিলেন মহেন্দ্র সিং।সেই প্রাচীন পুজো আজও বানপুরের পোড়ামাতলায় ধুমধাম করে অনুষ্ঠিত হয়।তবে গত ৬ বছর ধরে এই পুজোর আয়োজন করে আসছেন এলাকার মহিলারা।দেবীর আগমন থেকে বিসর্জন ,সবেতেই মহিলাদের ভূমিকা থাকে।এবং তারা অংশ নেন ভোগ তৈরি থেকে যাবতীয় পুজোর ক্রিয়া কর্মে।তবে মহিলাদের পাশাপাশি পুরুষেরাও এই পুজোয় অংশ গ্রহণ করেন,এবং বিভিন্ন কাজ কর্মে মহিলাদের সাহায্য করেন।
আর এভাবেই মহিলা পরিচালিত সীমান্ত ঘেঁষা বানপুরের জগদ্ধাত্রী পুজোকে নিয়ে কয়েকটি দিন ধরে মেতে থাকেন এলাকার বাসিন্দারা।পাশাপাশি এই পুজো দেখতে দুর দূরান্ত থেকে আসেন অসংখ্য ভক্ত প্রাণ মানুষেরা।