
নিলয় ভট্টাচার্য, নদীয়া: নদীয়ার ফেরীঘাটের ইজারা দেওয়া নিয়ে দুর্নীতি। অভিযোগের আঙুল তৃণমূল পরিচালিত নদিয়ার চাপড়া পঞ্চায়েত সমিতির বিরুদ্ধে। প্রসঙ্গত, সদ্য চাপড়া ব্লকের বেশ কয়েকটি ফেরিঘাট ইজারার নোটিশ দেওয়া হয়।মঙ্গলবার চাপড়া পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে মহৎপুর ফেরীঘাট ইজারাদারদের ডাকা হয়। সেই মতো চাপড়া বিডিও অফিসে ইজারার জন্য গিয়েছিলেন এক পক্ষ। কিন্তু অভিযোগ, ইজারার ডাক দেওয়ার আগেই তাদের ঢুকতে বাধা দেওয়া হয়। তাদের দাবি, নিজেদের মধ্যে আর্থিক লেনদেনের বিনিময়ে অল্প টাকায় নিজেদের লোকের হাতে ঘাট তুলে দেওয়া হয়। অন্য পক্ষের দাবি, মহতপুর ফেরিঘাট ২০ কুড়ি লক্ষ টাকায় লিজ চুক্তি দেওয়া হয়। কিন্তু দেখা যাচ্ছে আর্থিক লেনদেনের বিনিময় সেই ঘাট মাত্র ছয় লক্ষ টাকার বিনিময়ে দেওয়া হয় নিজেদের পরিচিত লোককে। আর সেই অভিযোগ তুলে তার ইজাজাররা কৃষ্ণনগর মহকুমা শাসক সহ নদীয়া জেলা পরিষদের সভাধিপতির কাছে লিখিত অভিযোগ করে অন্য এক পক্ষ। প্রশ্ন উঠেছে এখানে, সরকারি ইজারায় তাহলে কেন দলের লোকদের সুবিধা পাইয়ে দিতে এমন পরিস্থিতি তৈরি করা হলো তা নিয়ে উঠেছে পঞ্চায়েতের বিরুদ্ধে প্রশ্ন।