
সুরজিৎ দাস,নদীয়া:কল্যাণীর বাজি কারখানায় ভয়াবহ বাজি বিস্ফোরণ , আগুনে পুড়ে মৃত ৪। উদ্ধার কাজ চালাচ্ছে পুলিশ এবং দমকল বাহিনী। কারখানার ভিতরে আরও মৃতদেহ আছে কিনা তারও তদন্ত চলছে। জানা গেছে দীর্ঘদিন ধরেই নদীয়ার কল্যাণী থানার অন্তর্গত রথ তলা এলাকায় একটি বাজি কারখানা রয়েছে। শুক্রবার সকালে সেই বাজি কারখানায় হঠাৎ বিস্ফোরণ ঘটে। নিমিষেই আগুন ছড়িয়ে পড়ে গোটা কারখানায়। সূত্রের খবর সেই সময় বাজি কারখানার মধ্যে কাজ করছিলেন বেশ কয়েকজন শ্রমিক। বিস্ফোরণের খবর পেয়ে ছুটে আসে এলাকাবাসীরা। কিন্তু আগুনের তীব্রতা এতটাই তীব্র ছিল এলাকায় বাসীর পক্ষে আগুন নেভানো সম্ভব হয়নি।। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকল বাহিনী এবং কল্যাণী থানার পুলিশ। ওই কারখানার পার্শ্ববর্তী এলাকা ঘনবসতি থাকার জন্য আতংক ছড়িয়ে পড়ে এলাকায়। তবে দমকল এবং পুলিশের প্রাথমিক অনুমান শর্ট সার্কিটের জন্য এই বিস্ফোরণ হয়েছে। প্রাথমিকভাবে তদন্ত শুরু করেছে পুলিশ এবং দমকল বাহিনী।
ভিডিও দেখুন-