
নিলয় ভট্টাচার্য, নদীয়া : ঢোলাহাটে চোর সন্দেহে যুবককে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছিল পুলিশের বিরুদ্ধে. এই ঘটনায় হইচই পড়ে গেছিল রাজ্যজুড়ে. তার রেশ কাটতে না কাটতেই এবার সেই একই অভিযোগে শোরগোল পড়ে গেলো নদিয়ায়.
পুলিশ হেফাজতে থাকাকালীন মৃত্যু যুবকের. পুলিশের মারেই মৃত্যু হয়েছে তাঁর স্বামীর, এই অভিযোগ তুলে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন মৃত যুবকের স্ত্রী। নদীয়ার কল্যাণীর এই ঘটনায় তুমুল উত্তেজনা ছড়িয়েছে এলাকায়. মৃত যুবকের নাম তপন মণ্ডল, বয়স ৩৫। পেশায় টোটো চালক ছিলেন তপন ।
সূত্রের খবর, বুধবার কল্যাণীর ৫ এর পল্লী এলাকায় টোটো নিয়ে গিয়েছিল তপন। সেই সময় ওই যুবককে স্থানীয়রা চুরির অভিযোগে গাছে বেঁধে রেখে মারধর করে বলে অভিযোগ।এরপর খবর পেয়ে ঘটনাস্থলে যায় কল্যাণী থানার পুলিশ। সেখান থেকে উদ্ধার করে তপনকে কল্যাণী থানায় নিয়ে আসা হয়। মৃত যুবকের স্ত্রীর অভিযোগ, থানায় নিয়ে আসার পর তাকে বেধড়ক মারধর করে কল্যাণী থানার পুলিশ। স্বামীর সাথে তাকে দেখা করতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেন মৃত যুবকের স্ত্রী।
এরপর তাকে কল্যাণী জেএনএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা ওই যুবককে মৃত বলে ঘোষণা করে। দোষীদের কঠোর শাস্তির দাবিতে সরব মৃতের পরিবার