
নিলয় ভট্টাচার্য ,নদীয়া:সোমবার করম পুজোর তৃতীয় দিন ।সেই উপলক্ষে এদিন সকাল থেকেই ধামসা মাদলের তালে মাতোয়ারা হয়ে ওঠেন আদিবাসী সম্প্রদায়ের মানুষ। ঝুমুর নাচ, আদিবাসী নৃত্য সহ বিভিন্ন বাদ্যযন্ত্র বাজিয়ে তারা শোভাযাত্রা বার করেন শহরজুড়ে। নদীয়ার শান্তিপুর সুত্রাগড় চরের পুরাতন পাড়ায় রয়েছে কয়েকশ আদিবাসী পরিবার।, প্রত্যেক বছরই করম পূজা উপলক্ষে চিরাচরিত প্রথা অনুযায়ী তারা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পালন করেন । এবছর করম পূজোর তৃতীয় দিনে নতুনত্বের ছোঁয়া দেখা গেল আদিবাসীদের এই উৎসবে । এদিন নদীয়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে সর্দার মুন্ডা সহ আদিবাসী সম্প্রদায়ের বিভিন্ন জাতির যুবক-যুবতীরা শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। রঙিন শাড়ি পরে, মাথায় কলস ও হাতে তীর ধনুক নিয়ে নৃত্যে মাতোয়ারা হয়ে উঠতে দেখা যায় তাদের । উল্লেখ্য সারা বছর এই দিনটার অপেক্ষায় থাকেন আদিবাসীরা। সকাল থেকে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে করম পুজো উৎসব পালন করা হয়। তারপর সন্ধ্যা বেলা করম গাছকে নিষ্ঠার সাথে পূজা করা হয়।প্রসঙ্গত করম পুজোর সময় করম গাছের কাহিনী নিয়ে আয়োজন করা হয় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের । এবং ছৌ নাচ, ঝুমুর নাচ এবং গান সহ বিভিন্ন চিত্তাকর্ষক অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয় আদিবাসীদের করম পুজো।