
নিজস্ব সংবাদদাতা, নদিয়া : মায়ের হাতে খুন হল চার বছর বয়সী শিশু। গুরুতর আহত ওই মহিলার আরেক সন্তান। ঘটনাটি ঘটেছে নদীয়ার করিমপুর থানার আনন্দ পল্লী মধ্যপাড়া। অভিযোগ, ওই দুই শিশুকে হঠাৎ মশলা তৈরীর পাথরের নোড়া দিয়ে আচমকা হামলা করে মা রিংকি মজুমদার। খবর পেয়ে বাড়ি পৌছায় রিংকি মজুমদারের স্বামী সূর্য মজুমদার। বাড়ি পৌছাতেই মাটিতে লুটিয়ে পড়ে থাকতে দেখে তাদের বাবা সূর্য মজুমদার। তড়িঘড়ি ওই দুই শিশুকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শিশুদের অবস্থার অবনতি হওয়ায় তাদের পাঠানো হয় বহরমপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। সূত্রের খবর, ওই ছোটো ছেলের মৃত্যু হয়, গুরুতর আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে বড়ো ছেলে।
তবে, নিজের সন্তানকে এইভাবে হত্যা করার কারন কী তা এখন জানা যায়নি। তবে, স্থানীয় সূত্রে খবর মানসিক ভারসাম্যহীনের কারনে এমন ঘটনা ঘটাতে পারে ওই মহিলা। চাঞ্চল্যকর এই ঘটনায় বৃহস্পতিবার সকাল থেকেই এলাকায় যথেষ্ট উত্তেজনা সৃষ্টি হয়। ঘটনার পরই বুধবার বাড়ি ছেড়ে পালিয়ে যায় মা রিংকি মজুমদার। তবে, পুলিশের হাত থেকে রেহাই পায়নি ওই মহিলা। বৃহস্পতিবার সকালে অভিযুক্তকে গ্রেফতার করে করিমপুর থানার পুলিশ।