
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লিঃ জি-২০ সম্মেলনের মাঝেই ১৫ রাষ্ট্রনেতার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর,এমন টাই জানা জিয়েছে প্রধান মন্ত্রীর মন্ত্রক সূত্রে।
সূত্রের খবর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী। এবার শুধু বাইডেন নয় ১৫টি দেশের প্রধানদের সঙ্গে বৈঠক করবেন মোদী। সেই তালিকায় রয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ থেকে শুরু করে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার সন্ধ্যায় মোদী হাসিনা বৈঠক হবার কথা।
শনিবার থেকে দিল্লিতে শুরু হবে জি-২০ সম্মেলন। শুক্রবার সন্ধ্যায় ভারতে আসবেন মার্কিন প্রেসিডেন্ট। মোদীর সঙ্গে বৈঠক করবেন তিনি। তার আগে মরিশাসের প্রধানমন্ত্রী প্রবিন্দ কুমার যুগনাথের সঙ্গে মোদির বৈঠক করার কথা রয়েছে।
শনিবার ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনকের সঙ্গে বৈঠক করবেন মোদী। জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গেও বৈঠকের কথা রয়েছে। একইদিনে জার্মানি ও ইটালির রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বৈঠক করবেন মোদী। কানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডোর সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। রবিবার মধ্যাহ্নভোজনের বৈঠকে মোদির সঙ্গে যোগ দেবেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ওইদিনই কমরোস, তুরস্ক, সংযুক্ত আরব আমিরশাহী, দক্ষিণ কোরিয়া, ব্রাজিল ও নাইজেরিয়ার রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বৈঠক করবেন মোদী।