
ওঙ্কার ডেস্ক : লোকসভা ভোটের আগে ফের উত্তরবঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি. রবিবার জলপাইগুড়ির সভা থেকে ভূপতিনগরে এনআইএ-এর ওপর হামলার ঘটনায় তৃণমূলকে কড়া নিশানা করলেন মোদি. তিনি বলেন, ‘দলের তোলাবাজদের আতঙ্কের লাইসেন্স দিয়ে রেখেছে তৃণমূল, যাতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ওপর হামলা করা যায়’. পাশাপাশি সন্দেশখালির প্রসঙ্গ টেনেও রাজ্য সরকারকে চাঁচাছোলা আক্রমণ করেন প্রধানমন্ত্রী