
নিজস্ব প্রতিনিধিঃ “দেশের অন্যান্য প্রান্তে যে গতিতে রেলের উন্নয়ন হচ্ছে, সেই গতিতেই যাতে পশ্চিমবঙ্গে উন্নয়ন হয়, সেটাই নিশ্চিত করতে চাইছি আমরা।” সংশ্লিষ্ট মহলের মতে, রাজ্যের বিরুদ্ধে যে অসহযোগিতার অভিযোগ তুলেছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, সেটা নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায়দের খোঁচা দিলেন মোদী।
- নরেন্দ্র মোদী: আজ বাংলার যা অবস্থা, সেটা পুরো দেশ দেখছে। মা-মাটি-মানুষের ঢাক পেটানো তৃণমূল সন্দেশখালির বোনেদের সঙ্গে যা করেছে, তা দেখে পুরো দেশে আক্রোশে ফুটছে। আর আমি বলতে পারি যে রামমোহন রায়ের আত্মা যেখানেই থাকুক না কেন, এই লোকেদের এই কাজ দেখে অত্যন্ত বেদনা পাবেন। সন্দেশখালিতে তৃণমূল যা করেছে, তাতে রামমোহন রায়ের আত্মা কাঁদবে।
- নরেন্দ্র মোদী: এই তৃণমূলকে কি ক্ষমা করবেন? মা-বোনেদের সঙ্গে যা হয়েছে, সেটার প্রতিশোধ নেবেন কি?
- নরেন্দ্র মোদী: ‘দিদি, আপনি কয়েকজন লোকের ভোটের জন্য সন্দেশখালির নির্যাতিতা মহিলাদের সঙ্গে এরকম ঘটনা ঘটে যেতে দেখলেন?’
- নরেন্দ্র মোদী: আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের প্রতিটি আসনে পদ্মফুল ফোটাতে হবে। তৃণমূলের একটি নিশ্চিত ভোটব্যাঙ্ক আছে। তৃণমূল অহংকার আছে যে সেই ভোটব্যাঙ্ক হাতছাড়া হবে না।