
ওঙ্কার ডেস্কঃ ফের ছড়িয়ে পড়ছে বার্ড-ফ্লু আতঙ্ক। ইতিমধ্যে অন্ধ্রপ্রদেশে জারি হয়েছে সতর্কতা। বলা হয়েছে, এবার থেকে সতর্ক থাকতে হবে মুরগির মাংস, ডিম খাওয়ার আগে। যার জেরে ২৫০টাকা কেজি মুরগির মাংসর দাম এখন ১৫০টাকা প্রতি কিলোগ্রাম। তেলেঙ্গানায় বার্ড ফ্লুর বিষয়টি নিশ্চিত না হলেও, আতঙ্কেই জেরেই গত কয়েকদিনে দাম কমেছে অনেকটাই।
সাম্প্রতি প্রকাশ্যে এসেছে অন্ধ্রপ্রদেশে পরপর মুরগি মারা যাওয়ার ঘটনা। তারপরেই সামনে আসে বার্ড-ফ্লু বিষয়টি। তেলেঙ্গানাতেও পরপর মুরগির মারা যাওয়ার খবর পাওয়া যাচ্ছে। যদিও সেক্ষেত্রে বিষয়টি বার্ড ফ্লু কি না তা এখনও সরকারি ভাবে জানা যায়নি।
অন্ধ্রের দুটি স্থানে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা শনাক্ত হওয়ার পর পশ্চিম গোদাবরী জেলার ভেলপুরু এবং পূর্ব গোদাবরী জেলার কানুরু গ্রামের দুটি পলট্রিতে মুরগি মারা শুরু করেছেন অন্ধ্রপ্রদেশের পশুপালন কর্মকর্তারা। কয়েকটি গ্রামের চারপাশে এক কিলোমিটার ব্যাসার্ধে কোয়ারেন্টাইন ব্যবস্থা করা হয়েছে। যেখানে মুরগির মধ্যে এই ভাইরাসের সংক্রমণ লক্ষ্য করা গিয়েছে, সেখানে প্রায় সাড়ে চার হাজার মুরগি মারা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করতে এবং ভাইরাসের বিস্তার রোধে ব্যবস্থা গ্রহণের জন্য এটি ৭২১টি দল গঠন করা হয়েছে।