
ওঙ্কার ডেস্ক : বাল্যবিবাহ রোধে বিদ্যাসাগরের অবদান আমরা ভুলিনি। সমাজসংস্কারের ক্ষেত্রে তাঁর এই আন্দোলন শুধু ইতিহাস নয়, তা পরিণত হয়েছে আইনে। তবুও দেশের নানা প্রান্তে এখনও বহাল তবিয়তে চলছে বাল্যবিবাহ। সারা বিশ্বেও। ইউনিসেফের রিপোর্ট অনুসারে, বাল্যবিবাহের হার এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি বাংলাদেশে। তাই বলে ভারত এই বে-আইনি ও অবৈজ্ঞানিক রীতি মুক্ত, এমনটা ভেবে নেওয়া ঠিক নয়। একটি রিপোর্টে ইউনিসেফ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে এখনও এই ব্যধি থেকে বেরোতে পারেনি ভারত।
ইউনিসেফের রিপোর্টে বলা হয়েছে, বাল্যবিবাহ রুখতে বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি অগ্রগতি দেখা গিয়েছে দক্ষিণ এশিয়ায়। গত আড়াই দশকে দক্ষিণ এশিয়ায় বাল্যবিবাহের হার ৫৪ শতাংশ থেকে ২৬ শতাংশে নেমে এসেছে। যদিও এর মধ্যে সবচেয়ে বেশি উন্নতি দেখা গেছে এ দেশে। ভারতে বর্তমানে বাল্যবিবাহের হার ২৩ শতাংশ।
রিপোর্ট অনুসারে, গত তিন দশকে বাল্যবিবাহ বন্ধ করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে ভারত সরকার। তার মধ্যে ২০১৬ সাল থেকে ভারতের ১৫টি রাজ্য ইউনিসেফের সহায়তা পেয়েছে। তাছাড়াও ইউনিসেফ জানিয়েছে, ভারতে বাল্যবিবাহ বন্ধ করার নেপথ্যে রয়েছে নারীশিক্ষা, বিভিন্ন দারিদ্র দূরীকরণ, পুলিশ এবং বিচারব্যবস্থা-সহ নানান কর্মসুচি। তবে বাল্যবিবাহ পুরোপুরি নির্মূল করতে আরও বেশি করে পদক্ষেপের পরামর্শ দিয়েছে ইউনিসেফ।