
ওঙ্কার ডেস্কঃ আজ মাঘী পূর্ণিমা।ফের এক অমৃতস্নানের তিথি। ফের জনসমুদ্র মহাকুম্ভে। ১৪৪ বছর পর এসেছে এমন এক মাহেন্দ্রক্ষণ।প্রয়াগ সঙ্গমে ভোর থেকেই উপচে পড়া ভিড়। অমৃতস্নানের জন্য লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগম হয়েছে কুম্ভমেলায়। মাঘী পূর্ণিমা স্নানের সাথে সাথে মাসব্যাপী কল্পবাসও শেষ হবে আজ এবং প্রায় ১০ লক্ষ কল্পবাসী মহাকুম্ভ ত্যাগ করতে শুরু করবেন। কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রস্তুত প্রশাসনও। এদিন অযোধ্যায় সরযূ নদীতেও স্নান করছেন পুণ্যার্থীরা। মাঘী পূর্ণিমা উপলক্ষ্যে পুণ্যস্নান চলছে উজ্জ্বয়িনীর মহাকালেশ্বর মন্দিরে। ২৬শে ফেব্রুয়ারি মহাশিবরাত্রিতে শেষ অমৃত স্নানের মাধ্যমে মহাকুম্ভের সমাপ্তি ঘটবে।
এছাড়াও এদিন গঙ্গাসাগরেও ভিড় ছিল চোখে পড়ার মতো। ভোর রাত থেকে সাগরেও পুণ্যস্নান সারছেন বহু মানুষ। স্নান করে কপিল মুনির আশ্রমে পুজো দিচ্ছেন পুন্যার্থীরা। প্রশাসনের আশঙ্কা এ বছর রেকর্ড সংখ্যক ভিড় হবে সাগরে। মূলত কুম্ভের ভিড় এড়াতেই এ বছর এত মানুষের আগমন।
ভিডিও দেখুন-